ডিম ভেবে পাথরে তা দিচ্ছিল পেঙ্গুইন জুটি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাথরকে ডিম ভেবে অবিরত তা দিয়ে যাচ্ছিল পেঙ্গুইন জুটি।

ডিম পেড়ে সন্তানের জন্ম দেয়ার ক্ষমতা তাদের নেই।কেননা দুজনেই পুরুষ।

তবুও ডিমের মতোই দেখতে গোল পাথরে তা দিয়ে যাচ্ছিল দুজনে।

অবশেষে তা দেয়ার জন্য ডিম মিলল তাদের।পাথরের বদলে একটি ডিম দেয়া হলো তাদের।

ঘটনাটি ঘটেছে জার্মানির বার্লিন চিড়িয়াখানায়। ওই পেঙ্গুইন দুটির নাম স্কিপার আর পিং। তারা দুজনেই পুরুষ।

পেঙ্গুইন দুটির যন্ত্রণা বুঝে নর্বাট জাহমেল নামের চিড়িয়াখানার এক কর্মী অন্য পেঙ্গুইনের পাড়া ডিম উপহার দিয়েছে তাদেরকে।

বলতে গেলে ডিম দত্তক নিল পেঙ্গুইন দুটি।

এ খবর জানাজানি হতেই সাড়া পড়েছে নেটবিশ্বে। বিশেষ করে জার্মানিরা ভিড় জমাচ্ছেন স্কিপার ও পিংকে দেখতে।

নর্বাট বলেন, অনেক মেয়ে পেঙ্গুইনই ডিম পেড়ে তাতে ঠিকমতো তা দেয় না।উল্টো নষ্ট করে ফেলে। কিন্তু ডিমে তা দেয়ার প্রতি এই পুরুষ পেঙ্গুইনে এতো আগ্রহ দেখেই তাকে ডিম উপহার দিই।

এবার মনের সুখে তা দিয়ে বাচ্চা ফুটাবে তারা।

যদিও পুরুষ পেঙ্গুইনরা সঠিকভাবে ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাতে পারে কিনা সে বিষয়ে জানা নেই নর্বাটের।

তবে স্কিপার ও পিং এটা পেরে গেলে ২০ বছর পরে বার্লিন চিড়িয়াখানায় আবার পেঙ্গুইন জন্ম নেবে।