বাগাতিপাড়ায় এমপি কালাম মেধা যাচাই প্রতিযোগিতামুলক পরীক্ষা

বাগাতিপাড়া প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় স্থানীয় সংসদ সদস্যের নামানুসারে এ্যাডভোকেট আবুল কালাম এমপি প্রাথমিক মেধা যাচাই প্রতিযোগীতামুলক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষা চলে।।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলামের উদ্যোগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোল নম্বরধারী শিক্ষার্থীদের মাঝে মোট ৫টি বিষয়ের উপর এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে প্রত্যেক শ্রেনীতে উপজেলা পর্যায়ে ১০ জনকে ও প্রত্যেক ইউনিয়নে ও পৌরসভা মিলে আরও ১২ জন করে দুই শ্রেনীতে মোট ৪৪ জনকে সেরা নির্বাচিত করা হবে। এতে ৫৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীতে ৩৭৬ জন এবং চতুর্থ শ্রেণীতে ৩৭৭ জন প্রতিযোগী এ পরীক্ষায় অংশ নেয়। প্রতি শ্রেণীর জন্য ১০০ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নে এ পরীক্ষার সময় ছিল ১ ঘন্টা ৩০ মিনিট।

উল্লেখ্য, গত বছর থেকে এ্যাড. আবুল কালাম এমপি মেধা যাচাই এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম বলেন, এ ধরনের পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা পাঠ্য বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে।

স/অ