শনিবার , ১১ জানুয়ারি ২০২০ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Paris
জানুয়ারি ১১, ২০২০ ৬:৪৫ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পূর্ন হয়েছে।

শনিবার বেলা ১১টায় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামের জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। জানাজা শেষে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের দুটি পৃথক চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

জানাজার আগে মরদেহ হরিশংকরপুর জানাযা মাঠে আনা হলে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।এই বীর সেনার জানাজায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরীসহ বিভিন্ন এলাকা থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশ নেন।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ হরিশংকরপুর গ্রামের মৃত মোজাফর আলীর ছেলে। সে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য থাকা কালীন সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। শুক্রবার বিকাল ৫ টা ২০ মিনিটে তার নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অনেক গুনাগ্রহী রেখে যান।

সর্বশেষ - রাজশাহীর খবর