বুধবার , ১৩ জুলাই ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোমস্তাপুরে স্বামী হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

Paris
জুলাই ১৩, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ


গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সতীন কর্তৃক স্বামী হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ২য় স্ত্রী। বুধবার দুপুরে রহনপুর ডাকবাংলো চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন হত্যাকান্ডের শিকার রাব্বানীর ২য় স্ত্রী সেরিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন তার বোনের ছেলে রহমত আলী ও সতীন মাবিয়ার ছেলে সাগর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান হয়, গত ১৫ মার্চ দিবাগত রাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বিশুক্ষেত্র গ্রামের জনৈক গোলাম রাব্বানীকে তার প্রথম স্ত্রী মাবিয়া বেগম তার কয়েকজন সহযোগীকে নিয়ে দুধের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে অজ্ঞান করে।পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর থেকে তার সতীন মাবিয়া পলাতক রয়েছে বলে জানান হয়। এ বিষয়ে গত ২০ জুন তার ২য় স্ত্রী বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত তা খারিজ করে দেন। এতে সে হতাশ হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার স্বামীর হত্যাকারীদের সুবিচার প্রার্থনা করেন। এছাড়া খারিজ হওয়া মামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান হয়।

এস/আই

সর্বশেষ - রাজশাহীর খবর