মঙ্গলবার , ৫ জুলাই ২০২২ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে গুলিতে নিহত ৬

Paris
জুলাই ৫, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর কাছে স্বাধীনতা দিবসের (৪ জুলাই) শোভাযাত্রায় গুলিতে ৬ জন নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হঠাৎ বন্দুকের গুলির আওয়াজের সঙ্গে সঙ্গে আতঙ্কে এদিক ওদিক ছুটছে।

এ খবর জানিয়েছে ইউএসএ টুডে ও বিবিসি। প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, হাইল্যান্ড পার্কের আশেপাশের এলাকা নিরাপত্তা বলয়ে আনা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। প্রত্যক্ষদর্শী আমারানি গার্সিয়া নিজের ছোট মেয়েকে নিয়ে প্যারেডে অংশ নিচ্ছিলেন। তিনি জানান, কাছেই গুলির শব্দ শোনেন। এরপর কিছুক্ষণ বন্ধ ছিল। গুলি রিলোড করা হচ্ছিল বলে তার ধারণা। পরে আবারও গুলির শব্দ শুনতে পান তিনি। গার্সিয়া বলেন, মানুষ চিৎকার করছিল ও দৌড়াচ্ছিল। আমি খুব ভয়ে ছিলাম। একটি ছোট দোকানে মেয়েকে নিয়ে লুকিয়ে পড়ি। আমার মনে হচ্ছিল আমরা আর নিরাপদ নই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের ধারণা গুলিবর্ষণকারী একটি দোকানের ছাদে অবস্থান নিয়েছিল এবং প্যারেডের জমায়েত লক্ষ্য করে গুলি করে সে। এর আগে গত ২৪ মে টেক্সাসের উবালদেতে একটি প্রাথমিক স্কুলে হামলায় ১৯ শিশু ও দুই শিক্ষক নিহত হন। ১৪ মে নিউ ইয়র্কের বুফেলোতে গুলিতে ১০ জন নিহত হয়েছেন।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক