শনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রিপাকে সোনার পায়েল উপহার দিলেন পরী

Paris
সেপ্টেম্বর ৪, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

চিত্রনায়িকা রাজ রিপা অভিনয় করেছেন ‘মুক্তি’ নামের একটি সিনেমায়। এছাড়াও তাকে দেখা গেছে ‘পোড়ামন ২’-এ। তরুণ এই নায়িকা সম্প্রতি পরীমনির জন্য ন্যায়বিচারের দাবিতে শাহবাগে দাঁড়িয়েছিলেন। সেখানে পরীমনিকে ‘বড় বোন’ বলে সম্বোধন করেন এই অভিনেত্রী।

এদিকে, অবশেষে ২৭ দিনের কারাবন্দীর পর বনানীর বাসায় ফিরেছেন বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরী। আর পরীর সঙ্গে দেখা করতে তার বাসায় যাচ্ছেন অনেকেই। অভিনেত্রী রাজ রিপাও গেছেন গত বৃহস্পতিবার। সেখানে পরীর ভালোবাসা ও আপ্যায়নে মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘পরীমনি আপুকে আমি আগে শুধু নামে চিনতাম। তার সঙ্গে আমার কখনও সামনাসামনি দেখা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল, তাকে আমি সামনাসামনি অভিনন্দন জানাব বা শুভেচ্ছা জানাব।’

 

রাজ রিপা আরও বলেন, ‘একটা মানুষ এত সুইট হয় কীভাবে! তার কথা, আপ্যায়ন থেকে শুরু করে, আমি তার বাসায় গিয়েছি, তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আমি মুগ্ধ হয়ে গেছি।’

রিপাকে উদ্দেশ করে সেদিন পরীমনি বলেছিলেন, ‘আপি ডাকটা তুই খুব মন থেকে ডাকিস। তুই আমার ছোট বোন’। এ কথা বলে নিজের এক পা থেকে সোনার পায়েল খুলে রিপার পায়ে পরিয়ে দেন।’

সূত্র: আমাদের সময়

সর্বশেষ - বিনোদন