বাঘায় চোরাকারবারির ২লাখ টাকার চিনি-চাল-বিষসহ নৌকা জব্দ

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় পদ্মার চরে চিনি চাল বিষ নৌকা জব্দ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পদ্মার মধ্যে মানিকের চর এলাকা থেকে এগুলো জব্দ করে আলাইপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

জানা যায়, চৌরাকারবারিরা ভারতীয় সীমান্ত দিয়ে ৫৮৫ কেজি চিনি, ৩১২ কেচি চাউল, ৫০০ এম এল এর ১৭ পিচ বিষের কোটা নৌকার মাধ্যমে আসছিলেন। এ সময় চোরাই কারবারিরা মানিকের চর এলাকায় পৌছলে আলাইপুর বিজিবি ক্যাম্পের সদস্যের উপস্থিত টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। একটি নৌকাসহ এগুলোর মূল্য ১ লক্ষ ৯৯ হাজার ৪০৫ টাকা।

এ বিষয়ে আলাইপুর বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, কিছু অসাধু চৌরাকারবারিরা আমাদের ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে বিভিন্ন মালামাল আনার চেষ্টা করে। আমরা সব সময় টহল দেওয়ায় তারা গন্তব্যে পৌছার আগে সেগুলো জব্দ করা হয়।

জি/আর