সোমবার , ১২ ডিসেম্বর ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ১৩ বিশিষ্ট নাগরিককে সংবর্ধনা

Paris
ডিসেম্বর ১২, ২০১৬ ৯:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য নগরীর ১৩ বিশিষ্ট নাগরিককে সংবর্ধনা দিয়েছে এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিউশন। সোমবার সন্ধ্যায় নগরীর মিয়াপাড়ায় সাধারণ গ্রন্থাগারের মিলনায়তনে তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনা প্রাপ্তরা হলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কমিটির উপদেষ্টা হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাড. এনামুল হক, মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাহজাহান, রাজশাহী সিটি করপোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুজ্জামান টুকু, শিক্ষাবিদ গোলাম কিবরিয়া, মানবাধিকারকর্মি আশাফুদ্দৌলা বাচ্চু, সমাজসেবক সাইফুল ইসলাম, দৈনিক সোনার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক তানজিমুল হক, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, দৈনিক সোনার দেশের ফটোসাংবাদিক শরিফুল ইসলাম তোতা, দৈনিক সোনালী সংবাদের ফটোসাংবাদিক কবীর তুহিন।

unnamed-copy
অনুষ্ঠানে এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিউশনের সভাপতি গোলাম নবী রনির সভাপতিত্বে ও শেখ সালাউদ্দিন এরশাদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন সম্মাননা প্রাপ্তরা। এদের মধ্যে শুধু সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
২০১২ সালের ১২ ডিসেম্বর রাজশাহীর সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিউশন প্রতিষ্ঠা পায়। আজ সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উৎসবে বিশিষ্ট ব্যক্তিদের এই সংবর্ধনা দেয়া হয়।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর