শুক্রবার , ৩০ অক্টোবর ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অবসরে যাওয়া পুলিশ সদস্যকে সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ রাজশাহীর পুলিশ সুপারের

Paris
অক্টোবর ৩০, ২০২০ ২:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী পুলিশ সুপারের উদ্যোগে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে অশ্রুসিক্ত বিদায় নিলেন পিআরএল এ যাওয়া পুলিশ সদস্য।

চাকরীজীবন সমাপ্ত করে পিআরএলে (অবসর উত্তর ছুটি)  যাওয়া সহকর্মী পুলিশ সদস্যদের বিদায়বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেওয়ার এক অনন্য সিদ্ধান্ত ও উদ্যোগ নিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন। তারই প্রেক্ষিতে আজ শুক্রবার বেলা ১২ টায় পুলিশ লাইন্সে দীর্ঘ ৩৭ বছর কর্মজীবন শেষ করে রাজশাহী জেলা পুলিশ থেকে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া এটিএসআই খন্দকার মোঃ মাজেদুল ইসলামকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় দেওয়া হয়। তিনি সদর কোর্ট শাখায় কর্মরত ছিলেন।

সদ্য বিদায়ী মো: মাজেদুল ইসলাম তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিদায়বেলায় পুলিশ সুপারের এমন আনুষ্ঠানিক বিদায় আমাকে অত্যন্ত গর্বিত করেছে। এমন সম্মানজনক বিদায় পেয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে যান এবং পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান ।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর