সোমবার , ২৭ জুলাই ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়লো কৃষকের ঘর

Paris
জুলাই ২৭, ২০২০ ৪:৩৩ অপরাহ্ণ


বাগাতিপাড়া  প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ছাগলের ঘরে মশা তাড়ানোর জন্য রাখা কয়েলের আগুনে পুড়লো কৃষকের সাতটি ছাগল ও তিনটি ঘর। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার ক্ষিদ্রমালঞ্চি মোল্লাপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ নিয়ে ৫ দিনে কয়েলের আগুন থেকে দুটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটলো। ক্ষতিগ্রস্থ কৃষক ওই গ্রামের মৃত. আব্দুস ছাত্তারের ছেলে আজবাহার আলী। স্থানীয়রা জানান, রাতে ছাগলের ঘরে মশা তাড়ানোর জন্যে রাখা কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। প্রথমে ছাগলের ঘরে আগুন লাগে। পরে পাশের দুইটি ঘরে ছড়িয়ে পড়ে তিনটি ঘর ভষ্মিভূত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছেন। অন্যদিকে, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ঠেঙ্গামারা মন্ডল পাড়া গ্রামের আঃ মালেক (৫৫) এর গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য রাখা কয়েলের আগুনে পুড়ে গেছে ঘর এবং একটি ছাগল। গরু বাঁচাতে গিয়ে আগুনে ঝলসে মালিক আঃ মালেক আহত হন।

স/আ.মি

 

সর্বশেষ - রাজশাহীর খবর