বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আমিরের ‘দাঙ্গাল’র ট্রেইলার প্রকাশ (ভিডিও)

Paris
অক্টোবর ২০, ২০১৬ ১:৫১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা আমির খান অভিনীত দাঙ্গাল। পোস্টার প্রকাশের পর থেকে সিনেমাটি নিয়ে দর্শকের কৌতূহল আরো বাড়তে থাকে। এবার প্রকাশিত হলো সিনেমাটির ট্রেইলার।

ট্রেইলারের শুরু হয় ফ্ল্যাশব্যাকের মধ্য দিয়ে। মহাবীর ফোগাট অর্থাৎ আমির খান রেসলিং চ্যাম্পিয়নশীপে জয়ী হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় তিনি দেশের জন্য স্বর্ণপদক জিততে পারেননি। পরের দৃশ্যে দেখা যায়, মহাবীর তার গর্ভবতী স্ত্রীকে বলছেন তিনি পারেননি তাতে কী হয়েছে, তাদের ছেলে দেশের জন্য সোনা জিততে পারবে।

কিন্তু তার স্ত্রী চতুর্থবারের মতো কন্যাসন্তানের জন্ম দেন। খুশির মাঝেও মহাবীরের মুখে দেখা যায় হতাশার ছায়া। কারণ তিনি চেয়েছিলেন পুত্রসন্তান। তবে এরপরই ট্রেইলারটি ভিন্ন দিকে মোড় নেয়। মেয়ে ববিতা এবং গীতার মাঝেই নিজের অধরা স্বপ্ন পূরণের আশা খুঁজে পান মাহবীর। এরপরই নিজের স্বপ্নপূরণের কাজে ঝেপে পড়েন তিনি।

দাঙ্গাল সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

 

দেখুন : দাঙ্গাল সিনেমার ট্রেইলার

 

 

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - বিনোদন