সোমবার , ২১ জানুয়ারি ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় ১০৪ কেজি গাঁজাসহ নারী আটক 

Paris
জানুয়ারি ২১, ২০১৯ ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর বদলগাছী উপজেলা থেকে ১০৪ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের সোহাসা গ্রামের আজাদ প্রামানিক এর বাড়ী থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।এসময় আজাদ প্রামানিক পালিয়ে গেলেও তাঁর স্ত্রী খোরশেদা বেগম (৪৫) কে আটক করে থানা পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় সোহাসা গ্রমের আজাদ প্রামানিক এর বাড়ীতে গাঁজা রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বদলগাছী থানার এসআই শ্রী গৌরাঙ্গ মোহন রায়, এসআই শাহীন চৌধুরী, এএসআই মাহবুর রহমান, এএসআই বাবর আলী শেখ ও এএসআই বিপ্লব কুমার ঘোষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকালে তার বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাদ প্রামানিক পালিয়ে গেলেও তাঁর বাড়ীর গোয়াল ঘরে পুতে রাখা দুটি ড্রামে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় বাড়ীর মালিক আজাদ প্রামানিক পালিয়ে গেলেও তাঁর স্ত্রী খোরশেদা বেগমকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বদলগাছী-মহাদেবপুরের সার্কেল আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
গাঁজাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ৬৮ হাজার টাকা। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর