শুক্রবার , ৪ আগস্ট ২০২৩ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে রাবি’র রুমন ও কানিজের চমক

Paris
আগস্ট ৪, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:
৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারের রসায়ন বিষয়ে প্রথম স্থান অধিকার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লাইসার আহমেদ রুমন। এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোছা. মরিয়ম কানিজ।
লাইসার আহমেদ রুমন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। এবং মোছা. মরিয়ম কানিজ  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলায়।
প্রথম স্থান অর্জনের অনূভুতি প্রকাশ করে রুমন বলেন, সামগ্রিকভাবে বিষয়গুলো খুবই রোমাঞ্চকর লাগছে নিজের কাছে।
 এটা আমার প্রথম কোনো সরকারি চাকরির পরীক্ষা ছিল। এটাই আমার কর্মজীবনের প্রথম সরকারি চাকরি হবে। ক্যাম্পাসের সুনামের জন্য ইনশাআল্লাহ আরও কিছু করতে পারবো।
এই সফলতার পিছনে যাদের অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাবির এই সাবেক শিক্ষার্থী। মোছা. মরিয়ম কানিজের প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ।
অধ্যাপক সুলতান মাহমুদ বলেন,  দেশের সবচেয়ে প্রতিযোগীতাপূর্ণ পরীক্ষায় শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের শিক্ষার্থী, এটা গর্বের বিষয়।
মরিয়মের এই অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।

সর্বশেষ - রাজশাহীর খবর