সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্পেন-জার্মানি ম্যাচ ড্র

Paris
নভেম্বর ২৮, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্পেনের বিপক্ষে বিশ্বকাপে টিকে থাকার মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে জার্মানি। জার্মানির জন্য ম্যাচটি ছিল ডু অর ডাই ম্যাচ। হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা।

স্পেনের সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে তারা।

শুরুতে গোল জার্মানি দিয়েছিল। তবে অফসাইডের খপ্পরে পড়ে জার্মানদের সেই গোল কাটা গেছে। ফলে প্রথমার্ধে ০-০ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

তবে দ্বিতীয়ার্ধে জার্মানদের রীতিমতো চেপে ধরে স্পেন। ৬২ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। ৮৩তম মিনিটে সেই গোল শোধ দিয়ে সমতায় ফেরে জার্মানি।

কোস্টারিকা জাপানকে হারিয়ে জার্মানির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। যে কারণে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের বিপক্ষে ড্র করলেও জার্মানির বিশ্বকাপ যাত্রা থামছে না।

শেষ ম্যাচে জার্মানি কোস্টারিকার বিপক্ষে জয় পেলে আর স্পেন তাদের শেষ ম্যাচে জাপানকে পরাজিত করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে নকআউট নিশ্চিত করবে। জার্মানির জন্য ডু অর ডাই ম্যাচ তবে স্পেনের জন্য সামনে আছে আরও একটি ম্যাচ। এমন ম্যাচে উভয় দলই গোল মিসের মিছিলে নেমেছিল প্রথমার্ধে।

প্রথমার্ধের শেষ দিকে জার্মানি রুডিগারের কল্যাণে স্পেনের জালে বল পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এতে কপাল পুড়ে ডিমেনশেফদের।

এ ম্যাচে জার্মানি হারলে ২০১৪ আসরের চ্যাম্পিয়ন দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেবে। যা বিশ্বকাপের ইতিহাসে এর আগে হয়নি।

কাতার বিশ্বকাপের সূচি প্রকাশের দিন থেকেই এই ম্যাচটি নিয়ে চর্চা চলছে। কারণ গ্রুপপর্বে এই একটি ম্যাচেই শুধু মুখোমুখি দুই সাবেক চ্যাম্পিয়ন। পরিস্থিতির কারণে হাইভোল্টেজ ম্যাচটির গুরুত্ব আরও বেড়ে গেছে।

তারুণ্যের ঝলকে কোস্টারিকাকে ৭-০ গোলে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে স্পেন। গাভি, ফেরান তোরেস, পেদ্রির মতো উঠতি তারকাদের জাদুকরি পারফরম্যান্স এবং বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় জয়ে লা রোহাদের আত্মবিশ্বাস তুঙ্গে।

জার্মানির অবস্থা ঠিক উলটো। পরিসংখ্যানও তাদের চোখ রাঙাচ্ছে। দুই বছর আগে উয়েফা নেশন্স লিগে সবশেষ দেখায় স্পেনের কাছে ৬-০ গোলে হেরেছিল জার্মানি!

সর্বশেষ - খেলা