স্কাইপের দিন কি শেষ?

সম্প্রতি নিজেদের পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ উন্মোচন করেছে মাইক্রোসফট। তাতে ফিচারগুলো যেভাবে রাখা হয়েছে তা দেখে স্কাইপ যুগের শেষের শুরুটা দেখতে পাচ্ছেন প্রযুক্তিবিদরা। উইন্ডোজ ১১-তে ভিডিও কলিং অ্যাপ ‘মাইক্রোসফট টিম’ ডিফল্ট থাকবে। স্কাইপ থাকবে ঐচ্ছিক। অনেকে বলছেন, টিম অ্যাপটি আসার পর থেকে স্কাইপের গুরুত্ব কমেছে। আর করোনায় টিম অ্যাপ দিয়ে স্কাইপের কফিনে শেষ পেরেকটি ঠুকেছে মাইক্রোসফট।

১০ বছর আগে ৮৫০ কোটি ডলার দিয়ে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট। ওই সময় এটাই ছিল তাদের সবচেয়ে বড় অধিগ্রহণের ইতিহাস।

 

সূত্রঃ কালের কণ্ঠ