প্রবীণ সাংবাদিক ইকবাল আহমেদ আর নেই

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (২৮ জুন) রাতে মেরিল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে ইকবাল আহমেদের বয়স হয়েছিল ৮২ বছর।

সাংবাদিক ইকবাল ১৯৮৩ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান ছিলেন। তাঁর বড় ভাই ইশতিয়াক আহমেদ ১৯৫৮ সালে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ প্রতিষ্ঠা করেন। ছাত্রাবস্থায় মাত্র ২০ বছর বয়সে শুরু থেকেই বাংলা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন ইকবাল আহমেদ।

পুরান ঢাকার ইসলামপুরের এক অভিজাত পরিবারে জন্ম ইকবাল আহমেদের। তিনি পড়াশুনা করেছেন কলেজিয়েট হাই স্কুল ও জগন্নাথ কলেজে। বিএ পাশ করার পর উচ্চতর পড়াশুনা করতে আমেরিকায় যান ইকবাল আহমেদ। ১৯৫৯ সাল থেকেই তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাথে কাজ শুরু করেন।

বর্ণাঢ্য জীবনের অধিকারী এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা পরিবার।

 

সূত্রঃ কালের কণ্ঠ