তাইগ্রেতে যুদ্ধবিরতি ঘোষণা করল ইথিওপিয়া

যুদ্ধবিধ্বস্ত তাইগ্রে প্রদেশে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করল ইথিওপিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, সোমবার তাইগ্রে প্রদেশের রাজধানী মেকেলের দখল নিয়েছে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারবিরোধী সশস্ত্র রাজনৈতিক দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ)।

ফলে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার স্বপ্রণোদিত হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, না কি পরিস্থিতিগত কারণে করতে বাধ্য হয়েছেন- তা এখনো স্পষ্ট নয়।

এক বিবৃতিতে দলের মুখপাত্র গেটাচিউ রেডা বলেন, মেকেলের দখল সম্পূর্ণভাবে আমাদের হাতে।

জাতিসংঘের এক রিপোর্ট মোতাবেক, তাইগ্রে প্রদেশে যুদ্ধের ফলে কার্যত দুর্ভিক্ষের মুখে পড়েছে ৩ লাখ ৫০ হাজার মানুষ। কিন্তু সেনা পাঠিয়ে সর্বশক্তি প্রয়োগ করেও তাইগ্রে বিদ্রোহীদের কিছুতেই বাগে আনতে পারেননি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।

অন্যদিকে মেকেলে আবারো দখল করেছে বিদ্রোহীরা। এ পরিস্থিতিতে চাপের মুখে পড়েই শান্তির বার্তা দিয়েছেন আবি বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সরকারের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, জুনের ২৮ তারিখ থেকে চাষের মওশুম শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চলবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ