সিংড়ায় রাতের আধাঁরে কৃষকের শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামের সিদ্দিকুর রহমান নামের এক কৃষকের শতাধিক ডাব, সুপারি, পেপে ও লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বেলোয়া গ্রামের মৃত: আব্বাছ আলী প্রমাণিকের ছেলে সিদ্দিকুর রহমান বেলোয়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে তার বাগান বাড়িতে ডাব, সুপারি, পেপেসহ বিভিন্ন সবজি গাছ লাগান। হঠাৎ শুক্রবার রাতে কে বা কারা ৭০টি ডাব, ১০টি সুপারি, ২২টি পেপে, ১৫টি লাউ গাছ কেটে ফেলে। পরে শনিবার সকালে কেটে ফেলা গাছগুলো দেখতে স্থানীয় লোকজন ভীড় জমায়। সকলের মনে একটাই প্রশ্ন? গাছের সাথে এ কেমন শত্রুতা !

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গাছ কাটার সত্যতা নিশ্চিত করেন।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, শুনেছি কে বা কারা ওই গাছ গুলো রাতের আধাঁরে কেটে ফেলেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

স/অ