সিংড়ার উদ্ধারকৃত কালো পাথরের মূর্তিটি রাজশাহী বরেন্দ্র যাদুঘরে হস্তান্তর

সিংড়া প্রতিনিধি:
সিংড়ার চলনবিল থেকে উদ্ধারকৃত কালো পাথরের খোদাই করা নারী মূর্তিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে হস্তান্তর করা হয়েছে। আজ সকাল ১১টায় সিংড়া থানার ওসি তদন্ত সেলিম রেজা বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের উপ-প্রধান সংরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস এর কাছে এই মূর্তিটি হস্তান্তর করেন।

সিংড়া থানা সূত্রে জানা যায়, গত ৮এপ্রিল নারী সাদৃশ্য কালো পাথরের নারী মূর্তিটি সিংড়ার চলনবিলের বিয়াশ গ্রামের একটি পুকুর খনন কালে উদ্ধার করে থানায় আনা হয়। যার দৈর্ঘ্য ১ফিট ৪ইঞ্চি এবং পাথরের দৈর্ঘ্য মূর্তিসহ ২ফিট ও প্রস্থ ১ফুট ৩ইঞ্চি।

রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের উপ-প্রধান সংরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, এটি একটি বৌদ্ধ শ্রেণির মূর্তি। যার শিল্প মূল্য ঐতিহাসিক এবং অপরিসীম।

স/অ