চলনবিলের শ্রমিকের পাশে পরিবেশ কর্মীরা, বিস্কুট স্যালাইন পানি বিতরণ

সিংড়া প্রতিনিধি :
বৃহস্পতিবার কৃষি অধিদপ্তরের আয়োজনে নাটোরের সিংড়ার চলনবিলে বোরো ধান কর্তন উৎসব পালন করা হয়েছে। একই সঙ্গে বিলের তৃষ্ণার্ত কৃষক ও কৃষি শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন, পানি ও বিস্কুট বিতরণ করেছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

দিনব্যাপি সিংড়ার চলনবিলের তাড়াশ-বারুহাস ডুবন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় সাত শতাধিক কৃষি শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ করা হয়। এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম আলমাস, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইফতেখারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় চলনবিলেও কঠিন তাপদাহ বিরাজ করছে। এই তাপদাহে বিলের কৃষক ও কৃষি শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছেন সংগঠনটির সদস্যরা। এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।