মঙ্গলবার , ২১ নভেম্বর ২০১৭ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর দাফন সম্পন্ন

Paris
নভেম্বর ২১, ২০১৭ ১০:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসন থেকে পর পর চার বার নির্বাচিত সংসদ সদস্য আখতার হামিদ সিদ্দিকী নান্নুর চতুর্থ নামাজে জানাযা নওগাঁর মহাদেবপুরের ডাক বাংলো মাঠে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর পঞ্চম দফা জানাযা শেষে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে আজ মঙ্গলবার বেলা ১১ টায় মহাদেবপুর উপজেলার ডাক বাংলো মাঠে আখতার হামিদ সিদ্দিকীর মরদেহ আনা হলে তাকে এক নজর দেখতে সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে। এসময় মহাদেবপুর-বদলগাছী আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য সলিম উদ্দিন তরফতার সেলিমসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া, সাবেক সংসদ সদস্য হানুরুর রশীদ, সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ সাবেক এই ডেপুটি স্পিকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রোববার বেলা ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী নান্নু।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর