সরকার ক্ষমতা হারানোর ভয়ে আছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। ক্ষমতা হারানোর ভয়ে ভীত তারা। তাই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা হামলা চালিয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে স্বেচ্ছাসেবক দল আয়োজিত খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অকারণেই জিয়াউর রহমানের মাজারে দলীয় নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও লাঠিচার্জ করা হয়েছে। তবে এর পেছনে অন্য জ্বালা রয়েছে সরকারের। সেটা হলো-গুম, খুন, নিপীড়ন উপেক্ষা করে জিয়াউর রহমানের মাজারে লাখ লাখ নেতাকর্মী ছুটে যান। এটাই তাদের সহ্য হয় না।

তিনি বলেন, যারা মানুষকে ভয় পায় তারা কাপুরুষ। তাদের কোনো বীরত্ব নেই। আওয়ামী লীগের কোনো বীরত্ব নেই। কারণ তারা মানুষকে ভয় পায়। আজকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুলের শরীরে ৫০টি রাবার বুলেট লেগেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ্জামান, কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম রবিন, ইয়াছিন আলী, ডা. জাহেদুল কবির, কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, রেজওয়ানুল হক রিয়াজ, প্রকৌশলী সাহাব উদ্দিন সাবু সহ শতাধিক নেতাকর্মী।

 

সূত্রঃ কালের কণ্ঠ