‘শুভ সংঘ’ রাজশাহী জেলা শাখার শুভেচ্ছায় সিক্ত আরইউজের নতুন সভাপতি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি নির্বাচিত হওয়ায় দৈনিক কালের কণ্ঠ প্রত্রিকার নিজস্ব প্রতিবেদক ও ‘শুভ সংঘ’ রাজশাহী এর প্রধান উপদেষ্টা রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক কালের কণ্ঠে শুভ সংঘ রাজশাহী জেলা শাখা। আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে দৈনিক কালের কণ্ঠ অফিসে এ শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- দৈনিক কালের কণ্ঠে শুভ সংঘ রাজশাহী জেলা শাখার সভাপতি মুনজুর রহমান খান, সহ-সভাপতি অরিফুজ্জামান নবাব, শিফা আনজুম, সধারন সম্পাদক, আনিসুর রহমান সানি, যুগ্ন-সম্পাদক অমিত হাসান, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান রিবন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন আর রশীদ রিহান, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রাকিব, সমাজ কল্যান সম্পাদক আয়েশা আক্তার সাথী, ক্রীড়া সস্পাদক, শাহীনুল আশিক, সদস্য, আন্তরা আক্তার, সোনিয়া আক্তার, আসিয়া আক্তার, মমতা আক্তার, জেসমিন আরা ফেরদৌস, আমিনুল ইসলাম, মুক্তাকিন আলম প্রমুখ।

এর আগে, গত ২৬ ডিসেম্বর আরইউজের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সভাপতি পদে দুইজনের ভোটের সংখ্যা ড্র হওয়ায় আগামী ২১ দিনের মধ্যে এই পদে পুনরায় নির্বাচন হবে বলে জানানো হয়। এরপর ২৩ জানুয়ারি (শনিবার ) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ডা. এফএমএ জাহিদ নির্বাচনের ফল ঘোষণা করেন।
এতে রফিকুল ইসলাম ৩৭ ভোট পায়। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জনকণ্ঠের মামুন-অর-রশিদ পেয়েছেন ৩১ ভোট। ৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম।
গত ২৬ ডিসেম্বর আরইউজের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন যুগান্তরের তানজিমুল হক। তিনি পেয়েছেন ৪০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সময় টেলিভিশনের সাইফুর রহমান রকি পেয়েছেন ২৯ ভোট। দৈনিক যুগান্তরের তানজিমুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
স/অ