লালপুরে মেছো বাঘের দুটি ছানা উদ্ধার

আলাউদ্দিন জালাল, লালপুর:
নাটোরের লালপুর উপজেলার কুজিপুকুর এলাকার একটি ফসলের ক্ষেত থেকে বিপন্ন প্রজাতির দুটি মেছো বাঘের ছানা উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহায়তায় জনসাধারণের ক্ষতিকর নয় বিবেচনা করে ছানা দুটিকে পার্শবর্তি একটি জঙ্গলে অবমুক্ত করা হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, গত রোববার (১ অক্টোম্বর) দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামের ইব্রাহিম আলী তার ফসলের ক্ষেত দেখতে গিয়ে ছানা দুটিকে দেখে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে।

খবর পেয়ে তিনি,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী বন কর্মকর্তা নওশেরুজ্জামান মৃধা ঘটনাস্থলে পৌছে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু, এবি ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ স্থানীয় জনসাধারণের সাথে আলোচনা সাপেক্ষে জনসাধারণের ক্ষতিকর নয় বিবেচনা করে ছানা দুটিকে পার্শবর্তি একটি জঙ্গলে অবমুক্ত করা হয়।

 

স/আ