রাসিক মেয়রের উদ্যোগে করোনা আক্রান্ত সাংবাদিকদের বাড়িতে গেল খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীরকরোনা আক্রান্ত সাংবাদিকদের বাড়িতে পৌঁছে দেওয়া হলো সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটেনের উদ্যোগে খাদ্য সামগ্রী। রবিবার দুপুরে একটি পিকআপে করে করোনা আক্রান্ত রাজশাহীর আট সাংবাদিকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

প্রতিটি প্যাকেটে ছিল আম, গরুর মাংস, মুরগি, বিস্কুট, ফল, ডিম, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লেবুসহ মোট ১১ প্রকার খাদ্য সামগ্রী দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য শামসুজ্জামান আওয়াল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান শ্যামল ও মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের একান্ত সচিব আশিকুজ্জামান শাওন। এসময় করোনা আক্রান্ত সাংবাদিকদের শারীরিক খোঁজ-খবর নেওয়া হয়।

প্রসঙ্গত, রাজশাহীতে রবিবার পর্যন্ত মোট সাতজন সাংবাদিক করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের গোলাম রাব্বানী, সময় টিভির সাইফুর রহমান রকি, ইনডিপেন্ডেন্ট টিভির মাইনুল হাসান জনি, এটিএন নিউজের বুলবুল হাবিব, মাইটিভির শাহরিয়ার অন্তু, ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন মনিরুল ইসলাম ও আরটিভির ক্যামেরা পার্সন সানু।

স/আর