রাসিক নির্বাচন: মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন ২০১৮’র জন্য মেয়র পদে এপর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেনি কেউ। তবে সাধারণ কাউন্সিলর পদে ১৪০ জন এবং সংরক্ষিত আসনে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দানের শেষ তারিখ। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন অনেকেই। তবে মেয়র পদে এপর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেনি কেউ।
তিনি জানান, এপর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৪০ জন প্রার্থী এবং সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৭ জন প্রাথী। আর আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছে সাধারণ কাউন্সিলর পদে ২৬ এবং সংরক্ষিত আসনে ৩ জন।
স/শা