অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে গ্রেপ্তার চার

সিল্কসিটি নিউজ ডেস্ক :

রাজবাড়ীতে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের হাতে সোর্সসহ চার জন গ্রেপ্তার হয়েছে।

রোববার সকালে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং দেশীয় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনীনগর গ্রামের মিরাজ শেখ (২৭), দয়ালনগর গ্রামের মো. শাকিল শেখ (২৮), রেল কলোনী ভবানীপুরের রানা মোল্লা (২৯) ও বড় চরবেনীনগর গ্রামের মো. রনি বিশ্বাস (১৭)।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, পূর্ব শক্রতার জেরে সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আক্তার হোসেনের গোয়ালঘরের পাশে একটি লেবু গাছের নিচে পাতা দিয়ে অস্ত্রটি ঢেকে রেখে পুলিশে খবর দেয় অভিযুক্তরা। পরে পুলিশ তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের একজনকে ফাঁসাতে তারা এ কাজ করেছেন।

মনিরুজ্জামান খান আরও জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. হাসানুর রহমান বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন।