রাণীনগরে ভাতার অর্থ পরিশোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় মোবাইল ব্যাংকিং (নগদ) এর মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সকল ভাতার অর্থ পরিশোধ “সম্ভাবনা, সমস্যা ও প্রতিকার” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।

এস/আই