রাণীনগরে দুই ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

রানীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অবৈধভাবে ফসলি (কৃষি) জমি থেকে ইটভাটায় মাটি সংগ্রহ করাসহ নানা অনিয়মের অভিযোগে দুই ইটভাটার মালিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নানা অভিযোগে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কয়েকটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাশিমপুর ইউনিয়নের চকাদিন এলাকায় মেসার্স ব্রিকস ও রিফাত ব্রিকসে অনুমোদন ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করাসহ কয়েকটি অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে” দুই ইটভাটার মালিককে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক ও রাণীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জি/আর