রাজশাহীতে মবিলের কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক:

রাাজশাহীর বিসিক নগরীর একটি মবিল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত আনুমানিক পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক পৌনে আটটার দিকে হঠাত পেট্রোমা মবিলের কারখানায় আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের মাত্রা বাড়তেই থাকে। তাৎক্ষনিকভাবে কারখানায় অবস্থানরতদের সরিয়ে আনা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌছে। আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিল্কসিটি নিউজকে বলেন, কারখানার ভিতর থেকে দুই নারী শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা আগুন লাগার পরে কারখানায় আটকে পড়েছিল। তবে কেউ হতাহত হয়নি। রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আহসানুল কবির জানান, কারখানাটিকে মবিলের মাধ্যমে গ্রিজ তৈরী করা হয়। সন্ধ্যায় গ্রিজ তৈরির জন্য চুলায় আগুন দেয়ার পরে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স/শ