ইবিতে দুই প্রক্সিবাজের ১ বছর করে কারাদণ্ড

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। সোমবার ৪র্থ দিনের ভর্তি পরীক্ষায় তাদের আটক করা হয়।

আটককৃত একজনের নাম কাউসার আলী। সে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আবুল কাশেম ছেলে। কাউসার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপরজনের নাম আলম। সে জয়পুরহাট জেলার চাঁদখুর থনার আবুল হোসেনের ছেলে। আলম বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থী।

প্রক্সি চক্রের মূল হোতা এখনো চিহ্নিত হয়নি। তবে আটককৃতদের শাস্তি হিসেবে ১বছর করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। কুষ্টিয়া জেলা ডিসি অফিসের সহকারী কমিশনার সাইফুল ইসলাম কমল এ রায় দেন। এছাড়া, কাউসারকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাস কারাদণ্ড ও আলমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

তাদের দেওয়া তথ্যমতে, দিনের তৃতীয় শিফটে রিফাত শেখ নামের এক শিক্ষার্থীর পরীক্ষা দেয় কাউসার আলী। একই শিফটে সোহানুর রহমান নামের আরেক ভর্তিচ্ছুর পরীক্ষা দেয় আলম। তাদের সাথে ৪০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষা দিয়ে দেবার চুক্তি হয়।

পরে চুক্তি অনুযায়ী কাউসার এবং আলম প্রবেশপত্র নিয়ে টাকা আনতে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পেছনে যায় দুজন। এসময় গোয়েন্দা সংস্থা ও গোপন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা কমিটির সদস্যরা তাদের আটক করে।
স/শ