তানোরে সিসিডিবি’র জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বে-সরকারী সংস্থা সিসিডিবি’র উদ্দ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো মৌসুমের হাই জিংক রাইচ ধানের বীজ (ব্রি-৬২) ও (ব্রি-৭৪) বিতরণ করা হয়েছে।

হারভেস্ট প্লাশ বাংলাদেশের সহায়তায় সোমবার বিকালে সিসিডিবি’র নিজস্ব কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২শ জন কৃষক ও কৃষানীদের মধ্যে হাই জিংক রাইস প্রদর্শন প্লট বাস্তবায়নের জন্য বীজ বিতরণীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর মধ্যে ৪১০ ব্যাগ (ব্রি- ৬২) ধানের বীজ এবং ৭৯০ ব্যাগ (ব্রি-৭৪) ধানের বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম।

তানোর অফিসের শাখা ব্যবস্থাপক মঞ্জুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান, হিসাব রক্ষক কাঞ্চন কুমার, মাঠ সংগঠক মোস্তাক আহম্মেদ, অমলেশ রায় , আব্দুল কাদের প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিজন ৩ কেজি করে বীজ বিতরণ করা হয়।
স/শ