রবিবার , ২৬ মার্চ ২০১৭ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন

Paris
মার্চ ২৬, ২০১৭ ২:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

ব্যাপক উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে নানান কর্মসূচিতে রাজশাহীতে দেশ টিভির অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সুসজ্জিত ব্যান্ডের তালে তালে শোভাযাত্রাটি রাজশাহী প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সভাপতি কমরেড লিয়াকত আলী লিকু, মহানগর জাসদ সভাপতি প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নৃত্যশিল্পী হাসিব পান্না, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, উত্তরা প্রতিদিন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক শফিউল আলম বুলু, নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ, রাজশাহীর আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব এ্যাডভোকেট হুসেন আলী পেয়ারা, মহানগর শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিকসহ বিভিন্ন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


এরপর রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। দেশ টিভি দর্শক ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশ টিভি দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী।

 

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, দেশ টিভির বিভাগীয় প্রতিনিধি আতিক রহমান, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা মালিহা জামান মালা, দেশ টিভি দর্শক ফোরামের উপদেষ্টা সাংবাদিক কাজী রকিব উদ্দীন, যুবনেতা আসাদুল হক দুখু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার রাজশাহীর সাধারণ সম্পাদক জালিমল হোসেন জনি প্রমুখ।

 

এসময় বক্তারা দেশ টিভির অনুষ্ঠান ও সংবাদের ভূয়সী প্রশংসার পাশাপাশি আরো মানসম্মত অনুষ্ঠান উপহার দেয়ার দাবি জানান।

স/অ

সর্বশেষ - সব খবর