রাজশাহীতে ইমদাদুুল হক মিলন ‘মানুষকে প্রকৃত মানুষ হতে হয় শিক্ষা ও জ্ঞান দিয়ে’

নিজস্ব প্রতিবেদক:

কালের কণ্ঠের সম্পাদক ও বিশিষ্ট লেখক ইমদাদুল হক মিলন বলেছেন, ‘মানুষকে প্রকৃত মানুষ হতে হয় শিক্ষা ও জ্ঞান দিয়ে। তোমরা জ্ঞানীদের সঙ্গে তর্ক করবে। এতে তোমাদের জ্ঞান ও বুদ্ধি দুটোই বৃদ্ধি পাবে। প্রতিটি কাজের প্রতি ভালবাসা থাকলে তোমাদের এগিয়ে যাওয়া সহজ হবে।’

‘বসুন্ধরা-কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৮’ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিযোগীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকাল ১০টায় রাজশাহীর নিউ গভঃ ডিগ্রি কলেজে এ প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয় লাভ করে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রানার্স আপ হয় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়য়।

ইমদাদুল হক মিলন আরও বলেন, ‘কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছুতে হলে জ্ঞান অন্বেষণে সময়কে কাজে লাগাতে হবে। যেই স্বপ্ন তোমাদের জাগিয়ে রাখে সেটাই হলো স্বপ্ন। আমি আশা করবো এই বাংলাদেশ একদিন তোমাদের আলোয় আলোকিত হবে।’

প্রতিযোগিতায় সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আকতার, রাজশাহীর নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম জার্জিস কাদির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম।

স/বি