সারাদেশের ট্রাক চোর সিন্ডিকেটের মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে ট্রাক চোর সিন্ডিকেটের মূলহোতা মনিরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী পুলিশ লাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহিদুল্লাহ।

গ্রেফতারকৃত মনিরের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার আদর্শপাড়ায়। তার তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা থেকে চুরি যাওয়া পাঁচটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৬ জুন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে একটি ট্রাক চুরির তদন্ত করতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশ রাজবাড়ী জেলার আহাদকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে সুজন ও আরিফকে আটকের পর পুলিশ সারাদেশে ট্রাক চুরির মূলহোতা মনিরকে শনাক্ত করে গত ৪ জুলাই চট্টগ্রাম সমুদ্র সৈকত থেকে মনিরকে গ্রেফতার করে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।

তাকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে, সারাদেশ থেকে ট্রাক চুরির পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির(বিআরটিএ) একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ট্রাকের নম্বর পরিবর্তন করে জাল কাগজপত্র তৈরি করা হয়। একটি সিন্ডিকেটের মাধ্যমে পরে তা বিক্রি করে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এসপি মোহাম্মদ শহিদুল্লাহ জানান, গ্রেফতার মনিরকে জিজ্ঞাসাবাদে সারাদেশ থেকে প্রায় ৮০টির মতো ট্রাক চুরির তথ্য পেয়েছে পুলিশ। বর্তমানে এসব ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।

স/অ