যা থাকবে মেইজু ১৬এক্স ফোনে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত মাসে ‘মেইজু ১৬’ স্মার্টফোন উন্মোচনের পর এবার ফোনটির সাশ্রয়ী দামের সংস্করণ ১৬এক্স আনতে যাচ্ছে মেইজু। ফোন বিষয়ক ওয়েবসাইট টিনায় ফাঁস হয়েছে ডিভাইসটির ফিচার সংক্রান্ত তথ‍্য।

ফাঁস হওয়া তথ‍্যে জানা যায়, ৬ ইঞ্চি সুপার অ‍্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন ৭১০ চিপসেট। ৬ গিগাবাইট র‍্যামের পাশাপাশি মিলবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। তবে থাকবে না কোনো মাইক্রোএসডি কার্ড ব‍্যবহারের সুবিধা। ছবি তোলার জন্য পেছনে থাকবে ২০ ও ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক‍্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ২০ মেগাপিক্সেল ক‍্যামেরা।

অপারেটিং সিস্টেম হিসেবে মিলবে অ‍্যান্ড্রয়েড ওরিও। ডিভাইসটির পুরুত্ব হতে পারে ১৫১.২×৭৩.৬×৭.৫ এমএম। ১৫৪ গ্রাম ওজনের ফোনটিতে ব‍্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ হাজার মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি। সাদা ও কালো রঙে ডিভাইসটি বাজারে আসবে। মূল‍্য কতো হবে সে সম্পর্কে কোন তথ‍্য না জানা যায়নি। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির উন্মোচন করা হবে।

জিএসএমএরিনা অবলম্বনে