রবিবার , ৭ মার্চ ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিঠুন চক্রবর্তীর পর এবার মোদির ব্রিগেডে অক্ষয়!

Paris
মার্চ ৭, ২০২১ ৩:২৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোববারের (৭ মার্চ) ব্রিগেড সমাবেশে যোগ দিচ্ছেন ‘মহাগুরু’ খ্যাত তারকা মিঠুন চক্রবর্তী। এ খবর আগেই জানা গেছে। এবার জানা গেল বলিউডের আরেক সুপারস্টার ‘খিলাড়ি’ সিরিজের একচ্ছত্র অধিপতি অক্ষয় কুমারও থাকছেন মোদির সমাবেশে। বিজেপিতে যোগ দেয়া অভিনেতা রুদ্রনীল ঘোষ এ তথ্য জানিয়েছেন।

আনন্দবাজার ডিজিটাল জানিয়েছে, শুধু অক্ষয় বা মিঠুন নয়, আরও অনেক তারকাই নাকি থাকছেন মোদির ব্রিগেডে। তবে কারা থাকছেন সে বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি রুদ্রনীল ঘোষ।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অক্ষয় কুমারের ঘনিষ্ঠতার ইতিহাস দীর্ঘ। তাদের সুসম্পর্কের কথাও সকলের জানা। ২০১৭ সালে অক্ষয়ের ছবি ‘টয়লেট : এক প্রেম কথা’ প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ এর প্রচারমুখ হয়েছিল। উত্তরপ্রদেশে ছবিটিকে ‘করমুক্ত’ ঘোষণা করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনেকবার প্রধানমন্ত্রীর হয়ে মুখ খুলেছেন এই বলিউড তারকা।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদির সাক্ষাৎকারও নিয়েছিলেন অক্ষয়। সেই সাক্ষাৎকার নিয়ে অবশ্য বিরোধীদের তিক্ত আক্রমণের মুখে পড়তে হয়েছিল এই বলিউড সুপারস্টারকে। কারণ, বিরোধীরা অভিযোগ করেছিলেন, অক্ষয় প্রধানমন্ত্রীকে সমস্ত ‘ছেলেভোলানো’ এবং ‘বোকা বোকা’ প্রশ্ন করেছিলেন। যার প্রকৃষ্টতম উদাহরণ ছিল, মোদি আম কীভাবে খান। খোসা ছাড়িয়ে? নাকি না ছাড়িয়ে? ওই সাক্ষাৎকারে প্রশ্নের মান নিয়ে অবশ্য অক্ষয় কুমারও কোনও সমালোচনার তোয়াক্কা করেননি। তাকে ‘ভক্ত’ বলে নেটিজেনরা বিদ্রূপ করেছিলেন। কিন্তু অক্ষয় কোনও প্রতিক্রিয়া দেননি।

বিজেপি সূত্র জানিয়েছে, নরেন্দ্র মোদি ও অক্ষয় কুমারের সম্পর্কের সুবাদেই অক্ষয়কে ব্রিগেডের সমাবেশে নিয়ে আসা হচ্ছে। মিঠুন ব্রিগেডে আসবেন বলে জল্পনা প্রচার হলেও অক্ষয় কিন্তু ‘চমক’। এর আগে বাংলার কোনও রাজনৈতিক সভায় বলিউডের এই সুপাস্টারকে দেখা গেছে বলে কেউ মনে করতে পারছেন না। মূলত তৃণমূলের সভা-সমাবেশেই তারকাদের ভিড় দেখা যায়।

এ রাজ্যে বিজেপির সভা সমাবেশে এর আগে তেমন তারকা সমাবেশ চোখে পড়েনি। অক্ষয়ের মতো তারকা তো দূরের কথা। সে অর্থে ব্রিগেড মাঠের সমাবেশই বাংলার রাজনীতিতে অক্ষয়ের প্রত্যক্ষ যোগদান দৃষ্টান্ত হয়ে থাকবে।

সূত্র: জাগো নিউজ

সর্বশেষ - বিনোদন