শুক্রবার , ২২ মার্চ ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্রিগেডিয়ার শামীম আহমেদের মায়ের জানাযায় মেয়র লিটন

Paris
মার্চ ২২, ২০১৯ ৭:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
মহানগরীর তেরখাদিয়া উত্তরপাড়া নিবাসী ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদের মাতা এবং আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য মরহুম তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের ছোট খালা হালিমা বানু এর জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা আমবাগান মৎস ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত দ্বিতীয় জানাযা নামাজে অংশ নেন সিটি মেয়র  এএইচএম খায়রুজ্জামান লিটন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হালিমা বানু। আজ বাদ জুমা রাজশাহী সেনানিবাসে মরহুমার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর আমবাগান মৎস ভবন প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এ জানাযা নামাজে অংশ সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের ডাবলু সরকারসহ মরহুমার আত্মীয়স্বজনরা অংশ নেন। পরে হেতেমখাঁ গোরস্থানে তাকে দাফন করা হবে।

অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদের মাতা হালিমা বানুর মৃত্যুতের গভীর শোক প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন মেয়র।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর