বিপ্লব হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে প্রকাশ্যে ছুরি মেরে হত্যাকাণ্ডের ঘটনায় তিন জনকে আসামির মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  আজ রোববার বিকেলে নগরীর কাজলা এলাকা থেকে সাইদুর রহমান (৪০) গ্রেফতার করা হয়েছে বলে মতিহার থানার (ওসি তদন্ত) মাহবুব আলম সিল্কসিটিনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় নিহতের বড় ভাই আসাদ ওরফে বুলবুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় তিন জনকে আসামি করা হয়। তারা হলেন, নিহত বিপ্লবের প্রাক্তন শ্বশুর হাবিবুর রহমান (৫০), হাবিবুরের ছেলে রনি আহমেদ (২৮) ও তাদের প্রতিবেশী সাইদুর রহমান (৪০)।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী মহানগরীর কেডি ক্লাব এলাকায় ভগ্নিপতিকে ছুরিকাঘাত করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ হত্যাকাণ্ডের পরে ঘাতক রনিসহ বাকিরা পলাতক ছিলেন।

পরে বিকেলে বিপ্লবের লাশ নিয়ে আনা হলে এলাকাবাসী কাজলা মোড় এলাকায় মহাসড়ক আবরোধ করে আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে বিপ্লবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

স/আ