বিচারপতির স্ত্রীর কাছে উৎকোচ চাওয়ায় এএসআইকে পুলিশে সোপর্দ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন দিতে হাইকোর্টের একজন বিচারপতির স্ত্রীর কাছে উৎকোচ দাবি করায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক এএসআইকে পুলিশে সোপর্দ করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি কাজী রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চে ওই এএসআইকে হাজির করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিকে নির্দেশ দেন হাইকোর্ট।

আদালত সূ্ত্রে জানা গেছে, হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই মেয়ের পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনে ওই এএসআই তার বাসায় যান। এ প্রতিবেদন দিতে বিচারপতির স্ত্রীর কাছে দুই হাজার টাকা উৎকোচ দাবি করেন তিনি।

সূত্র: কালের কণ্ঠ