কাবিখার দুর্নীতি : অব্যাহতি পেলেন এমপি মোস্তাফিজুর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

তার বিরুদ্ধে বিশেষ কোটায় বরাদ্দপ্রাপ্ত টি আর ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের খাদ্যশস্য ও অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল।

দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি ওই অভিযোগ নথিভুক্তির (অভিযোগ থেকে অব্যাহতি) মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। দুদক সচিব আবু মো. মোস্তাফা কামাল স্বাক্ষরিত চিঠির সূত্রে জানা যায়, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ দুদকের অনুসন্ধানে সত্যতা না পাওয়ায় অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী (সংসদ সদস্য-২৯৩) ক্ষমতার অপব্যবহার করে বিশেষ কোটায় বরাদ্দপ্রাপ্ত টি আর, কাবিখার খাদ্যশস্য ও অর্থআত্মসাত করেছেন।

এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ অন্যান্য বেশিকিছু দুর্নীতির অভিযোগ ছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু অনুসন্ধানে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা না পাওয়ায় অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের উপপরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ অভিযোগটি অনুসন্ধান করেন।

 

 

 

সূত্র: রাইজিংবিডি