শনিবার , ৩০ নভেম্বর ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় পিকনিকের বাসের ধাক্কায় যুবক আহত

Paris
নভেম্বর ৩০, ২০১৯ ৮:১৭ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পিকনিকের বাসের ধাক্কায় আবদুল আওয়াল নামের এক যুবক আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আড়ানী-বাঘা সড়কের চকসিংগা নামকস্থানে এ ঘটনা ঘটেছে।

আহত আবদুল আওয়াল উপজেলার চকবাউসা গ্রামের মুরাদ আলীর ছেলে।

জানা যায়, পুঠিয়া উপজেলার তাহেরপুর মহিলা কলেজের পিকনিকের জন্য একটি বাস নিয়ে বাঘা মাজারে যায়। তারা পিকনিক সেরে নিজ এলাকার উদ্দ্যেশে রওনা হয়। রাস্তার মধ্যে চকসিংগা নামকস্থানে একটি ভ্যানকে ধাক্কায় দেয় বাসটি। এতে ভ্যানের যাত্রী আবদুল আওয়াল গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্থানীয়রা পিকেিনকর গাড়িটি আটক করেছে।

এ বিষয়ে চকসিংগা গ্রামের আনসার সদস্য সাগর আলী জানান, আহত আবদুল আওয়ালের অবস্থা গুরুতর। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে দূত উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ বিষয়টি জানার পর ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে দেয়া হয়েছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর