শনিবার , ৩০ নভেম্বর ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জিন্নাতসহ আটক ২

Paris
নভেম্বর ৩০, ২০১৯ ৫:২৯ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
গভীর রাতে রাজশাহী জেলার ভারপ্রাাপ্ত আমির মাওলানা জিন্নাত আলীসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার আমোদপুর গ্রামে জিন্নাত আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জিন্নাত আলী রাজশাহী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমোদপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

অপরজন হলেন, শাহাদুল ইসলাম উপজেলা জামায়েত ইসলামী শ্রমিক চাষী কল্যান ফেডারেশনের সভাপতি ও আমোদপুর গ্রামের মৃত হারান আলীর ছেলে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আটক করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, দিবাগত রাত ২টার দিকে জিন্নাত আলীর বাড়িতে জনগণকে ভয়ভীতি, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য গোপন বৈঠক করছিল। এ বৈঠকের সংবাদ পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।

এ সময় বিভিন্ন ধরনের জিহাদী বই, অর্থ আদায়ের রশিদ, দলে যোগদানে কুপন উদ্ধার করা হয়েছে।

পরে সন্ত্রাসী কর্মকা- পরিচালনার অভিযোগে পুলিশ বাদি হয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর