বাগাতিপাড়ায় শিক্ষকের অর্থে খাস জমিতে ছাত্রীদের বৃক্ষরোপণ

বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষকের নিজস্ব অর্থায়নে খাস জমিতে বৃক্ষরোপণ করেছেন তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। রোববার বিকালে উপজেলার পৌর মডেল ভূমি অফিস চত্বরে এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়।

সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমান বিদ্যালয়ের আঙ্গিনা, রাস্তার ধারে এবং সরকারি ও খাস জমিতে ব্যক্তি উদ্যোগে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে পৌর ভূমি অফিস চত্ত্বরে ফলজ আম গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সহকারী কমিশনার ভূমি নিশাত আনজুম অনন্যা, বাগাতিপাড়া পৌর মডেল ভূমি সহকারী কর্মকর্তা মতিউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমানসহ অন্যান্য শিক্ষক এবং ওই বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্রীরা এ বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ নেন।

জি/আর