রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রদিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে পরিষদ চত্বরের পুকুরে রুই জাতীয় মাছের পোন অবমুক্তি করা হয়।

এরপর পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি সহ মৎস্যজীবি ও মৎস্য চাষীদের প্রধিনিধিগণ।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নূর ই-স্বজ্ঞা, ক্ষেত্র সহকারী আইনুল হক, অফিস সহকারী হারুনুর রশিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবি ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

এস/আই