বাগাতিপাড়ায় ইমাম বাতায়ন বিষয়ে প্রশিক্ষণ

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে ইমাম বাতায়ন বিষয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ বড়াল সভা কক্ষে এ প্রশিক্ষন দেওয়া হয়।

 

সারা দেশে প্রায় তিন লক্ষ ইমাম-মুয়াজ্জিনদের বাতায়নের সদস্য করার লক্ষ্যে উপজেলার ৫৫ জন ইমাম-মুয়াজ্জিনদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে ইমামদের মধ্যে আন্ত: যোগাযোগ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি, ভাব বিনিময়, মাছলা মাছায়েল, খুতবা বিষয়ে যোগাযোগ সৃষ্টি হবে।

 

এছাড়াও তাদের ব্লগে সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং বিরোধী প্রচার কার্যক্রম চালাতে পারবে। ওইদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াাকত আলী সেখ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

 

এ সময় সেখানে সহকারী কমিশনার (ভ’মি) আহসান হাবিব জিতু, সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলাম, প্রশিক্ষক মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স/শ