সংবাদ প্রকাশের পর বাগাতিপাড়ার মেধাবী সজনী পেল ল্যাপটপ

বাগাতিপাড়া প্রতিনিধি:
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নাটোরের বাগাতিপাড়ায় চলতি বছর এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পাওয়া সেই দরিদ্র মেধাবী সজনীকে ল্যাপটপ উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সজনীর হাতে এ ল্যাপটপ তুলে দেন।

 

নানা প্রতিকুলতার বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেও জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখা সজনীর এসএসসি পাশের পেছনের মানবিক গল্প সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। দিনমুজুরের মেয়ে হয়েও জীবনযুদ্ধে নেমে শত বাধা পেরিয়ে সজনীর বিশেষ কৃতিত্বের খবর পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ ওই দিন সাংবাদিকদের ডেকে সজনীকে সহযোগীতার ঘোষনা দিয়েছিলেন। সে মোতাবেক তিনি স্থানীয় নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালামের সাথে যোগাযোগ করে ল্যাপটপের ব্যবস্থা নেন। এরপরই আনুষ্ঠানিকভাবে তার হাতে এ ল্যাপটপ তুলে দেওয়া হয়।

 

এ সময় সেখানে সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব জিতু, প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম, সজনীর মা নাজমা বেগম উপস্থিত ছিলেন।
স/শ