সোমবার , ১৬ মার্চ ২০২০ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি তিনগুণ বেশি আদায়ের অভিযোগ

Paris
মার্চ ১৬, ২০২০ ১০:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারার কোয়ালিপাড়া উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি তিনগুণ বেশি নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (১৬ মার্চ) এমন অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

জানা যায়, রাজশাহী শিক্ষা বোর্ড এবারের জেএসসি পরীক্ষার ফি নির্ধারণ করেছে ১৪৫ টাকা। কিন্তু কোয়ালিপাড়া উচ্চ বিদ্যালয়ে রেজিস্ট্রেশন ফি ২৪৫ টাকাসহ অন্যান্য ফি বাবদ ৫০০ টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া গেছে। ৩৫ জন শিক্ষার্থীর কাছ থেকে এ ফি আদায় করা হয়েছে।

স্কুলটির প্রধান শিক্ষক আনসার আলী বলেন, ‘২৪৫ টাকা করে রেজিস্ট্রেশন ফি নেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন খরচ মিলে ৫০০ টাকা নেয়া হচ্ছে। এবছর মাত্র ৩৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে।’

শফিকুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, ‘আমার কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নিয়েছে ৫০০ টাকা। তবে তারা কাউকে রশিদ দেয়নি। আমি অনেকটাই বাকবিতণ্ডায় জড়িয়ে রশিদ নিয়েছি।’ এ কারণে শিক্ষকরা তাকে দেড় ঘণ্টা অফিসের বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ করেন তিনি।

বাগমারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থাগ্রহণ করবো।’

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর