বাংলাদেশকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে চায় আফগানিস্তান

আফগানিস্তানকে হোম সিরিজ খেলতে হয় নিরপেক্ষ ভেন্যুতে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভবিষ্যতে বাংলাদেশকে ঘরের মাঠ হিসেবে ব্যবহারের প্রস্তাব বিসিবিকে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। বিসিবিও দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

আফগান ক্রিকেট বোর্ডের সভাপতি মিরওয়াইস আশরাফ ও প্রধান নির্বাহী নসিব খান বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে।

সেখানেই হোম ভেন্যুর প্রস্তাব বিসিবিকে দিয়েছেন আফগান ক্রিকেটের কর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন নিজাম উদ্দিন, ‘তারা প্রস্তাব দিয়েছে আমরা তাদের হোম ভেন্যুর সুবিধা দিতে পারি কি না। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছি। ’ এর বাইরে দুই বোর্ডের সম্পর্ক জোরদারে সফর বিনিময় কর্মসূচির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘অনূর্ধ্ব-১৯ দলের সফরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়েছে। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ