বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বঙ্গোপসাগরে কয়লাবোঝাই জাহাজডুবি, ৯ নাবিক নিখোঁজ

Paris
সেপ্টেম্বর ১২, ২০১৯ ১:২৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরের কয়লাবোঝাই একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৯ নাবিক।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাগরে সন্দ্বীপ চ্যানেলের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে ‘এমবি হেরা পর্বত-৮’ জাহাজটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।

ওয়াটার ট্রান্সফোট সেলের যুগ্মসচিব আতাউল করিম রঞ্জু জানান, ‘এমবি হেরা পর্বত-৮’ লাইটার জাহাজে ১২ নাবিক চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ১১০০ টন কয়লাবোঝাই করে যাচ্ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে সন্দ্বীপ চ্যানেলের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি ডুবে যায়।

এ সময় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৯ নাবিক।

জাহাজ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের পাঁচটি জাহাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

সর্বশেষ - জাতীয়